প্রকাশিত: Mon, Dec 19, 2022 5:08 AM
আপডেট: Sat, Dec 6, 2025 5:10 PM

পাকিস্তানে থানায় জঙ্গি হামলা চার পুলিশ সদস্য নিহত

খালিদ আহমেদ: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি পুলিশ স্টেশনে (থানা) জঙ্গিরা হামলা চালিয়েছে।  এ সময় চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। শনিবার রাতে এ হামলা হয়। ডন এনডিটিভি, জি নিউজ 

পুলিশ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে উপজাতীয় জেলা ওয়াজিরিস্তানের সীমান্তবর্তী লাক্কি মারওয়াত এলাকার বুরগি পুলিশ স্টেশনে হাতবোমা এবং রকেট লঞ্চারসহ মারাত্মক অস্ত্র বহনকারী সন্ত্রাসীরা আক্রমণ করেছিল। 

লাক্কি পুলিশের মুখপাত্র শহীদ হামিদ ডনকে বলেন, মধ্যরাতে জঙ্গিরা পুলিশ স্টেশনে হামলা করেছে এবং ভবনটিতে ঢোকার চেষ্টা করেছে।ওই সময় ৬০ জনের বেশি পুলিশ সদস্য দায়িত্বে নিযুক্ত ছিলেন। শহীদ হামিদ আরও বলেন, পুলিশ সদস্যরা প্রায় ৪৫ মিনিট ধরে জঙ্গিদের সঙ্গে লড়াই চালিয়েছেন। এরপর হামলাকারীরা অন্ধকারের পালিয়ে যায়। তাদের ধরতে পুরো এলাকায় জোরালো অভিযানে নেমেছে পুলিশ। লাক্কি শহর থেকে ওই থানায় পৌঁছাতে দেড় ঘণ্টার মতো সময় লাগে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশের সন্দেহ, নিষিদ্ধ সংগঠন তেহরিকই তালিবান পাকিস্তান (টিটিপি) এ হামলা চালিয়েছে।

এ ঘটনায় নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভী। আহত পুলিশ সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করেন। সন্ত্রাসীদের নির্মূলের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি।

রোববার সকালে লাক্কি পুলিশ লাইনে নিহত দুই পুলিশ সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে। পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

এক বিবৃতিতে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খান হামলার নিন্দা জানিয়েছেন। নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহত পুলিশ সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। সম্পাদনা: রাশিদ